অভিষেকের নির্দেশ, বারাসত সাংগঠনিক জেলায় SIR-র দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৫: বারাসত লোকসভা সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল তৃণমূল কংগ্রেস (TMC)। প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে (Arpita Ghosh) এই এলাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে বারাসতের SIR কাজ সন্তোষজনক নয় বলে মন্তব্য করা হয়। এরপরই সংগঠনের শীর্ষ নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিয়ে অর্পিতাকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বারাসতের এসআইআরের কাজ দেখভাল করবেন তিনি। অভিষেকের নির্দেশ, ওই লোকসভা এলাকায় একশ শতাংশ এসআইআর ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্যের অন্যান্য জেলায় এসআইআর কার্যক্রম ভালো গতিতে এগোলেও বারাসতে তথ্য সংগ্রহ, বিএলএ-২দের (BLA2) সমন্বয় এবং ওয়ার রুমে নজরদারির ক্ষেত্রে ঘাটতি ধরা পড়েছে। তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে অর্পিতাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দলের মতে, সাংসদ হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বারাসতের এসআইআর কাজকে গতি দেবে। অর্পিতা ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং দ্রুত রূপরেখা তৈরি করবেন।
উল্লেখ্য, বারাসত লোকসভা সাংগঠনিক জেলায় বারাসত, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাবড়া, অশোকনগর, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভা অন্তর্ভুক্ত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারের বৈঠকে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় এসআইআর কার্যক্রমের দায়িত্ব বণ্টন করেছেন। অরূপ বিশ্বাসকে হুগলী ও দুই বর্ধমান, স্নেহাশিস চক্রবর্তীকে কৃষ্ণনগর ও রানাঘাট, মানস ভুঁইয়াকে বাঁকুড়া ও পুরুলিয়া, মলয় ঘটককে পশ্চিম মেদিনীপুর, সামিরুল ইসলামকে উত্তর দিনাজপুর ও মালদহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ, ফিরহাদ হাকিমকে কলকাতা, প্রদীপ মজুমদারকে পশ্চিম বর্ধমান (যুগ্ম), দিলীপ মণ্ডলকে কোচবিহার, চন্দ্রিমা ভট্টাচার্যকে ঝাড়গ্রাম, সুজিত বসুকে বনগাঁ, বসিরহাট ও রানাঘাট (যুগ্ম), উদয়ন গুহকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে (আইপিএস) দক্ষিণ দিনাজপুর এবং বেচারাম মান্নাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।