Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ, দার্জিলিংয়ে পারদ নামল ৫ ডিগ্রিতে
November 27, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৬ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা নেমেছে ১২-১৩ ডিগ্রিতে। স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম ও উপকূলের জেলায় ভোরে কুয়াশা থাকছে। সপ্তাহান্তে ফের বাড়তে পারে তাপমাত্রা জানাল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই শীতের আমেজ রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা থাকবে ও হিমেল হাওয়া বইবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যে।