SIR সংক্রান্ত বৈঠকে না-যোগ দেওয়ায় সাসপেশন, বিয়ের আগের দিন যোগীরাজ্যে আত্মঘাতী BLO

November 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বুধবার বিয়ে, ব্যস্ততার জেরে কমিশনের ডাকা SIR সংক্রান্ত বৈঠকে যোগ দিতে পারেননি BLO। শাস্তিস্বরূপ সাসপেন্ড করা হয় তাঁকে। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে। মৃত ওই BLO-র নাম সুধীর কুমার।

তাঁর পরিবারের অভিযোগ, কমিশনের কারণেই নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সুধীর। জানা গিয়েছে, সুধীরের বয়স ২৫ বছর। বাড়ি উত্তরপ্রদেশের ফতেপুরে। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার।

মৃত BLO-র ভগিনী জানিয়েছেন, বুধবার তাঁর দাদার বিয়ে হওয়ার কথা ছিল। ব্যস্ত থাকায় রবিবার SIR সংক্রান্ত বৈঠকে যোগ দিতে পারেননি। মঙ্গলবার সকালে এক আধিকারিক বাড়িতে এনে জানান, বৈঠকে যোগ না-দেওয়ায় সুধীরকে সাসপেন্ড করা হয়েছে। এই কথা শোনা মাত্র মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুধীর। বিয়ের একদিন আগে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রাজ্যে রাজ্যে BLO-দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম বিতরণ, পূরণ করা ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজ করা কার্যত অসম্ভব। অ্যাপে নানা সমস্যা হচ্ছে। কিন্তু, কোনও কথা শুনতেই রাজি নয় কমিশন। শাস্তি খাড়া নেমে আসছে, হুমকি, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। মানসিক চাপে একের পর এক BLO আত্মহত্যা করছেন। কেউ কেউ রোগাক্রান্ত হয়েও প্রয়াত হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen