SIR সংক্রান্ত কাজের চাপের জের, SSKM-এ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই ব্রেন স্ট্রোক আক্রান্ত BLO-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৮: SIR-র কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার নামখানার এক BLO। নাম দেবাশিষ দাস। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ বুথের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ৫৭ বছরের ওই BLO-কে ডায়মন্ড হারবার থেকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
এলাকায় SIR-র কাজ করার সময়তেই অসুস্থবোধ করেন তিনি। বিডিও অফিস থেকে বাড়িতে ফেরার পর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। তারপর এক বেসরকারি হাসপাতালের আইসিউতে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার রাতেই কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। তাঁর ছেলে সৌরভ দাস জানান, ক’দিন ধরেই কাজের খুব চাপ ছিল। তাঁর বাবা অসুস্থবোধ করছিলেন। তার মধ্যেও SIR-র কাজ করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে গুরুতর অসুস্থবোধ করেন। সঙ্গে সঙ্গেই কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা ডায়মন্ড হারবারে পাঠান। সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কথা বলতে পারছে না, কোনও সাড়াও দিচ্ছে না তাঁর বাবা।
মথরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) বিজেপির বি টিম হয়ে কাজ করছে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে মেরে ফেলতে চাইছে। ২ বছরের কাজ ২ মাসে করতে চাইছে। এর ফলে অনেকে বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। ফ্রেজারগঞ্জ এলাকার BLO দেবাশীষবাবু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সাধারণ মানুষকে আর কত বিপদে ফেলবে নির্বাচন কমিশন? মানুষ এর জবাব দেবে।