ভোটে পাশে থাকলেও SIR-র সংকটে নেই বিজেপি, ক্ষোভে ফুঁসছে মতুয়ারা

November 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: এসআইআর ইস্যুতে পাশে নেই বিজেপি, ক্ষোভ বাড়ছে মতুয়াদের। কালনা শহরের লাগোয়া সাতগাছি পঞ্চায়েতের শ্বাসপুর দিঘিরপাড় গ্রামে ছড়িয়ে পড়েছে এসআইআর (SIR) আতঙ্ক। এই গ্রামটি ‘বাঙাল পাড়া’ নামে পরিচিত, যেখানে বহু বছর ধরে বিজেপির (BJP) প্রতি ভোটারদের আস্থা দেখা গেছে। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) তিনটি বুথের মধ্যে দু’টিতে বিজেপি জয়ী হয়েছিল। অথচ এখন স্থানীয়রা অভিযোগ করছেন, কঠিন সময়ে গেরুয়া শিবির তাঁদের পাশে নেই।

২০০২ সালের ভোটার তালিকায় অনেকের নাম নেই। ফলে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বাসিন্দারা। বিজেপি নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।

গ্রামের প্রবীণ বাসিন্দা গোপাল কীর্তনিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম রয়েছে। নথি জমা দিয়েও নিশ্চিন্ত থাকতে পারছি না। পরিচিত অনেকের নাম নেই। তাঁরা কী করবেন?” অন্য এক বাসিন্দা বলেন, “ধান কাটা, ঝাড়াইয়ের মরশুম চলছে। কিন্তু আতঙ্কে মাঠে যেতে হচ্ছে। কাজে মন বসছে না।”

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির সভা থেকে বলেন, বাংলাদেশ থেকে অনেকে বাধ্য হয়ে এখানে এসেছেন। তাঁদের নথি আনার সুযোগ ছিল না। বিজেপির কথায় নির্বাচন কমিশন (Election Commission) এসআইআর করে তাঁদের বিপদে ফেলতে চাইছে। তবে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে জোরদার আন্দোলন হবে।

স্থানীয়রা বলছেন, বিজেপিকে ভোট দেওয়ার পরও বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। নাগরিকত্বের প্রশ্নে অনিশ্চয়তা তাঁদের জীবনে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen