“জোরালো প্রচার, বাস্তবে ফাঁপা”, উজ্জ্বলা যোজনা নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: উজ্জ্বলা যোজনাকে সামনে রেখে বিজেপি (BJP) যে দরিদ্র মহিলাদের জন্য বিপ্লব ঘটানোর দাবি করেছিল, তা সম্পূর্ণ “পরিকল্পিত প্রতারণা”। এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এআইটিসির এক টুইটে দাবি করা হয়েছে, সরকার যোজনা শুরুর সময় গ্যাস সিলিন্ডার বিলি করে প্রচারের আলো কুড়োলেও পরে সেই মহিলাদেরই ফেলে রাখা হয়েছে অস্বাভাবিক খরচের পুনরায় রিফিল ও ধোঁয়ায় ভরা রান্নাঘরের মধ্যে।
তৃণমূলের (TMC) অভিযোগ, কেন্দ্রীয় সরকারের (Central Govt) প্রকাশিত পরিসংখ্যানই প্রমাণ করছে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) ব্যর্থতা। রিফিলের হার দ্রুত কমে যাচ্ছে, বহু পরিবার আবার কাঠ-কয়লায় রান্নায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। পাশাপাশি, মহাহিসাব নিরীক্ষক (CAG)-এর প্রতিবেদনে নথির অসামঞ্জস্য, অস্বচ্ছতা এবং প্রকল্প বাস্তবায়নে বড়সড় দেরির বিষয়টিও উঠে এসেছে বলে দাবি দলের।
তৃণমূলের বক্তব্য, “যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) “মহিলাদের ক্ষমতায়ন” হিসেবে প্রচার করেছিলেন, সেই প্রকল্পই এখন বিজেপি সরকারের শাসনের প্রতীক হয়ে উঠেছে. জোরালো প্রচার, বাস্তবে ফাঁপা, আর যাদের উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মহিলাদের প্রতি নির্মম উদাসীন।”
.@BJP4India flaunted Ujjwala Yojana as a revolution for poor women, but the reality is a calculated deception: cylinders dumped for headlines while women were abandoned to unaffordable refills and smoky kitchens.
The government’s own numbers expose the fraud: refill rates… pic.twitter.com/AhuOWqKpbY
— All India Trinamool Congress (@AITCofficial) November 27, 2025