শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: শীর্ষ আদালতের নির্দেশ মেনে আজ, বৃহস্পতিবার ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল SSC। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয়, বাবার নাম, প্রার্থীর জন্ম সাল প্রকাশ্যে এনেছে কমিশন। ৫৪ পাতার তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের গোটা প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল হয়। মামলার শুনানির সময় অযোগ্য প্রার্থীদের তালিকা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না-পারায় গোটা প্যানেল বাতিল হল। প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী চাকরি হারায়।সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করতে। সেই তালিকা প্রকাশ করে কমিশন। বুধবার, শীর্ষ আদালত আবারও নির্দেশ দেয় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় জানাতেও বলা হয়।
আদালতের নির্দেশ মেনে আজ, বৃহস্পতিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে। আজই দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, “আদালতের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করা হবে।” একই সঙ্গে তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আদালতের নির্দেশ রয়েছে, তা মেনে স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ করছে।