‘দিদি আগেই বলেছিলেন’, অবশেষে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে জন বার্লা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: জল্পনাই সত্যি! বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বড় দায়িত্বে পেল জন বার্লা। ডুয়ার্সের চা শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা জন বার্লা (John Barla), এবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান। এই পদ রাজ্য সরকারের অধীন হওয়ায় সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জন বার্লাকে (John Barla) এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “দিদি কয়েকদিন আগে আমাকে বলেছিলেন। তবে এখনো কোনও সরকারি আদেশনামা হাতে পাইনি। যদি দায়িত্ব দেওয়া হয়, স্বাভাবিকভাবেই আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জিতে সংসদে যান জন বার্লা। পরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর দায়িত্বও পান। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করায় ক্রমশ দূরত্ব তৈরি হয় তাঁর সঙ্গে বিজেপির। অবশেষে ১৫ মে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন, কলকাতায় দলের সদর দফতরে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস ও জয়প্রকাশ মজুমদারের হাতে পতাকা তুলে নিয়ে।
তৃণমূলে যোগদানের সময় থেকেই জোর জল্পনা ছিল, বার্লাকে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হবে। সেই উদ্দেশ্যে কমিশনের বিধিতেও সংশোধন আনা হয় এবং ১৪ আগস্ট বিজ্ঞপ্তি জারি হয়। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে রাজনৈতিক মহলের মত।