২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

November 27, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: নতুন বছর ২০২৬-এ রাজ্যবাসীর জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই প্রকাশ করেছে আগামী বছরের সরকারি ছুটির তালিকা। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারা ২৫ অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে এই তালিকা জারি হয়েছে। এই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের ১৯৫৭ সালের নির্দেশনা অনুসরণ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লিস্ট ১-এ উল্লেখিত দিনগুলি ২০২৬ সালে সরকারি ছুটি হিসেবে নির্ধারিত হবে। ওই দিন রাজ্যের সব সরকারি দপ্তর কার্যত বন্ধ থাকবে।

রেজিস্ট্রার অফ অ্যাশিওরেন্সেস, কলকাতা এবং কলেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ, কলকাতা ছাড়া লিস্ট ২-এর দিনগুলিতে রাজ্যের অন্যান্য সরকারি দপ্তর বন্ধ থাকবে। তবে ওই দিনগুলি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়নি।

লিস্ট ৩-এ অন্তর্ভুক্ত কয়েকটি দিনকে সেকশনাল হলিডে হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট সম্প্রদায়ের কর্মীরা ওই দিন ছুটি নিতে পারবেন। প্রতিটি দিনের পাশে সংশ্লিষ্ট সম্প্রদায়ের নামও উল্লেখ থাকবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতোই সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন যাতে আগাম পরিকল্পনা করতে পারে, সেই সুবিধা দিতে বছর শুরু হওয়ার আগেই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

২০২৫ সালে পশ্চিমবঙ্গের সরকারি ছুটি ছিল মোট ৪৮ দিন। এবারও নতুন তালিকা প্রকাশিত হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকার জানিয়েছে, মুসলিম উৎসব-সহ বিভিন্ন উপলক্ষের ছুটি নির্ধারণে নির্দিষ্ট নিয়ম মানা জরুরি।

১) কোনও উৎসবের ছুটি সাপ্তাহিক ছুটি বা অন্য কোনও সরকারি ছুটির দিনে পড়লে, অথবা একদিনে একাধিক উৎসবের তারিখ একসঙ্গে হলে- সেই পরিস্থিতিতে অতিরিক্ত বা বিকল্প ছুটি দেওয়া হবে না।

২) ইদ-উল-ফিতর, ইদ-উল-জোহা, মহররম, ফাতেহা-দোয়াজ-দাহম ও শবে বরাত-এসব উৎসবের দিনক্ষণ চাঁদের অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। প্রয়োজন হলে মূল বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ পরিবর্তন করে প্রকৃত দিনে ছুটি ঘোষণা করা হবে একটি আলাদা নির্দেশিকার মাধ্যমে।

৩) চাঁদ দেখার ফলে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত অনেক সময় খুব কম সময়ের মধ্যে জানাতে হয়। এ ধরনের পরিস্থিতিতে টেলিভিশন, অল ইন্ডিয়া রেডিও বা সংবাদপত্রের ঘোষণাই যথেষ্ট বলে গণ্য হবে। রাজ্য সরকারের অধীনস্থ সব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়েছে যে, এ ধরনের ঘোষণা প্রচারিত হলে আলাদা সরকারি আদেশের অপেক্ষা না করে সেই নির্দেশ অনুসারে পদক্ষেপ নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen