হিমন্তের দাদাগিরিতে অনাস্থা! উত্তর-পূর্বে ভাঙছে NEDA?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: বার বার অভিযোগ উঠেছে, বিজেপি নিজের শরিকদের দল ভেঙে দুর্বল করে। যাতে NDA-র অন্দরে গেরুয়া নিয়ন্ত্রণ অটুট থাকে। পাশাপাশি শরিক ছোট দলগুলি একেবারে শক্তি ক্ষয় করতে করতে প্রান্তিক শক্তিতে পরিণত হয়। এবার উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে আসছে বদল। ভাঙছে উত্তর পূর্বাঞ্চল গণতান্ত্রিক জোট (NEDA)!
হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অনাস্থা জানিয়ে বিজেপির ছোট শরিক দলগুলি উত্তর পূর্বাঞ্চল গণতান্ত্রিক জোট (NEDA) থেকে সরে যাচ্ছে। ত্রিপুরার রাজা প্রদ্যোতমাণিক্য দেববর্মার নেতৃত্ব তৈরি হচ্ছে ‘ওয়ান নর্থ ইস্ট’। উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের প্রতিনিধি নিয়ে আগরতলার বিবেকানন্দ ময়দানে বৃহস্পতিবার নিজেদের উপস্থিতি জানান দিল টিপ্রামথা।
ওয়ান নর্থ ইস্ট একতা র্যালিতে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এমএমহনলুমো কিকন, মনিপুরের নেতা আরকে মেগন-সহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জনজাতি নেতা।
প্রদ্যোত কিশোর দের্ববমা বলেন, জনজাতিদের আর্থিক অবস্থা এখন সংকটময় হলেও তাঁদের লড়ার শক্তি ও সাহস রয়েছে। জনজাতিদের হাতে টাকা নেই, কিন্তু আত্মবিশ্বাস রয়েছে। নর্থ ইস্ট ওয়ান জনজাতিদের জন্য একটি শক্তিশালী মঞ্চ। তাঁর অভিযোগ, জাতীয় রাজনৈতিক দলগুলি জনজাতিদের যথাযথ মূল্য দেয় না। বহু আঞ্চলিক দল লোভ বা স্বার্থের জন্য জাতীয় দলের সঙ্গে জোট বাঁধে, কিন্তু পরবর্তীতে সেই আঞ্চলিক দলগুলিকে রাজনৈতিকভাবে বিলীন করে দেওয়া হয়। সাফ কথায়, উত্তর-পূর্বের রাজনীতিতে বাঁক বদল হচ্ছে। এবার কি বিজেপির জন্য কঠিন হয়ে পড়বে উত্তর-পূর্ব ধরে রাখা?