মাত্র পাঁচ মাসের প্রেম, তারপর লাস ভেগাসে চুপিসারে বিয়ে তনুশ্রীর

November 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: টলিপাড়ায় এখন সবচেয়ে বড় চর্চা—তনুশ্রী চক্রবর্তীর হঠাৎ বিয়ে! কলকাতা ছাড়ার সময় তিনি জানিয়েছিলেন, কেবলই ছুটি কাটাতে লাস ভেগাসে যাচ্ছেন। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল একেবারে ভিন্ন। জন্ম-মৃত্যু-বিয়ে—সবই নাকি ঈশ্বরের হাতে! আর সেই কথাই যেন সত্যি করলেন অভিনেত্রী।

জানা যাচ্ছে, প্রেমিক সুজিত বসু আগেই সমস্ত বিয়ের বন্দোবস্ত সেরে ফেলেছিলেন। পরিস্থিতি দেখে আর দেরি না করে ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখে বিয়েতে সম্মতি দেন তনুশ্রী। আটলান্টা-নিবাসী সুজিত পেশায় আইটি টেকনোলজিস্ট এবং প্রায় ২৮ বছর ধরে বিদেশে থাকেন। তবে প্রেমের ইতিহাস একেবারে নতুন—মাত্র পাঁচ মাস।

এক বন্ধুর মাধ্যমে আলাপ, তারপরেই শুরু হয় সম্পর্ক। সুজিত প্রথমেই দিয়েছিলেন হিরের আংটি আর প্রস্তাব। আর এবার লাস ভেগাসে ‘হোয়াইট ওয়েডিং’ করে সেই সম্পর্ক পেল আনুষ্ঠানিকতা। যদিও পশ্চিমা ধাঁচের বিয়ে হলেও, শাঁখা-পলা আর সিঁদুর পরে ছিলেন তনুশ্রী। বরের পোশাকেও ছিল নিখুঁত সাহেবি স্টাইল।

বিয়ের পরেই শুরু মধুচন্দ্রিমা পরিকল্পনা। শোনা যাচ্ছে, এবার গন্তব্য ফ্লোরিডা। সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন—“পাঁচ মাসেই একে অপরকে খুব কাছ থেকে চিনেছি। দেশে ফিরে বিয়ে করার ভাবনা ছিল, কিন্তু ভাগ্যই হয়তো আগে ডাকল।”

তবে বিয়ের পর অভিনয় ছাড়ছেন কি? অভিনেত্রীর সাফ জবাব—না। দেশ-বিদেশ মিলিয়েই কাজ এবং জীবন চালিয়ে যাবেন তিনি। কলকাতায় রিসেপশনের প্ল্যান আছে কিনা, এখন সেদিকেই নজর টলিপাড়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen