Santosh Trophy: ঘোষিত হল সূচি, কবে থেকে শুরু সন্তোষ ট্রফি

November 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০:  বৃহস্পতিবার ঘোষিত হল ৭৯তম সন্তোষ ট্রফির সূচি। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে ফাইনাল পর্ব। ফাইনাল রাউন্ড আয়োজিত হবে অসমে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা সরাসরি সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলবে। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে।
সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম।

এবারের সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে ৩৫টি দল খেলবে। ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। প্রত্যেক গ্রুপে আছে ৪টি করে দল। গ্রুপ ই-তে উত্তর-পূর্ব ভারতের তিনটি দলকে রাখা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে গ্রুপ পর্বে খেলতে নামবে এই ৩৫ দল। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনাল রাউন্ডে পৌঁছবে।

সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলবে ১২টি দল। ৯টি গ্রুপ থেকে ৯টি দল, আর বাংলা, অসম, কেরল খেলবে সরাসরি। ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি আয়োজিত হবে অসমের ধাকুয়াখানা ও ধেমাজিতে।

একনজরে এবারের গ্ৰুপ বিন্যাস:
গ্রুপ এ: হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পঞ্জাব
গ্রুপ বি: চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড
গ্রুপ সি: বিহার, ঝাড়খণ্ড, রেলওয়ে, দিল্লি
গ্রুপ ডি: মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা
গ্রুপ ই: মেঘালয়, সিকিম, অরুণাচলপ্রদেশ
গ্রুপ এফ: ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা
গ্রুপ জি: আন্দামান ও নিকোবর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি
গ্রুপ এইচ: গোয়া, কর্ণাটক, লক্ষদ্বীপ, সার্ভিসেস
গ্রুপ আই: মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen