“সব ঠিক হয়ে যাবে!” স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে আশাবাদী পলকের মা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুছলের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বিয়ে ঘিরে একাধিক বিতর্ক, বাতিল অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্যক্তিগত তথ্য—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দু’জন। তবে সমস্ত প্রশ্ন ও বিতর্কের মধ্যেই আশার আলো দেখছেন পলাশের মা অমিতা মুছল।
তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতই কঠিন মনে হোক, স্মৃতি এবং পলাশ দু’জনেই এই সম্পর্ক নিয়ে আন্তরিক। পলাশের মা বলেন, “পলাশ সবসময় স্বপ্ন দেখত যে নতুন বউকে ঘরে আনবে। আমিও ভেবেছিলাম ধুমধাম করে স্মৃতিকে ঘরে তুলব। এই সময়টা ওদের জন্য খুব কঠিন ছিল, কিন্তু সব ঠিক হয়ে যাবে। খুব শিগগিরই বিয়ে হবে।”
উল্লেখ্য, ২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ে হওয়ার কথা থাকলেও ঠিক সেই দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। এরপর অসুস্থ হয়ে পড়েন পলাশও। পাশাপাশি এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতার গুঞ্জন ফাঁস হতেই বিতর্ক আরও চড়ে।
এখন প্রশ্ন—এই ঝড় কাটিয়ে কি সত্যিই আবার শুরু হবে স্মৃতি-পলাশের নতুন অধ্যায়? যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও নেই, তবুও পলাশের মায়ের প্রতিক্রিয়া ভক্তদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে।