Hong Kong fire: হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: আরও বৃদ্ধি পেল হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা! ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮। এখনও নিখোঁজ অন্তত তিনশো জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি টাওয়ারে আগুন লাগে। চারটি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাকি তিনটি টাওয়ারে বৃহস্পতিবারও আগুনের লেলিহান শিখা গিয়েছে। টাওয়ারগুলির উপরের দিকের ফ্লোরগুলিতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানা যাচ্ছে। সেখানে আবাসিকরা আটকে রয়েছেন।
কমপ্লেক্সের নির্মাণকাজের সঙ্গে যুক্ত চারজনকে গাফিলতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১২৮ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন দমকলকর্মীও আছে। অত্যন্ত সংকটজনক অবস্থায় ৪৫ জনের চিকিৎসা চলছে।
বহু মানুষ বিল্ডিংগুলির ভিতরে আটকে রয়েছেন। জোরকদমে উদ্ধার কাজ চলছে। যাঁরা হাসপাতালে ভর্তি তাঁদেরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, হংকং প্রশাসন জানিয়েছে, ১৯৪৮ সালের পর এই প্রথম শহরে কোনও দুর্ঘটনায় একসঙ্গে এত মানুষের প্রাণ গেল। এর আগে ১৯৯৬ সালে নোলুনে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের আগুন লেগে ৪১ জন প্রাণ হারিয়েছিলেন।