যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের, পাকিস্তানের সঙ্গে ম্যাচ কবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: এবার ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে ACC Men’s Under-19 Asia Cup, যার উদ্বোধন হবে ১২ ডিসেম্বর। শুক্রবার BCCI ঘোষণা করেছে তরুণ প্রতিভায় ভরপুর ভারতীয় দল। নেতৃত্বে থাকছেন চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ তারকা আয়ুষ মহাত্রে, আর তাঁর ডেপুটি হিসেবে থাকছেন দক্ষ ব্যাটার বিহান মালহোত্রা। দলে রয়েছেন স পরিচিত নাম— বৈভব সুর্যবংশী, যাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি উত্তেজনা।
টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ১৪ ডিসেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। মাঠে নামার আগেই এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
এর আগে ACC আয়োজন করেছিল Rising Stars Asia Cup (T20), যেখানে পাকিস্তান ‘এ’ দল রুদ্ধশ্বাস সুপার ওভারে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’-কে। সেই টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে ছিলেন বৈভব সুর্যবংশী। মাত্র ১১টি ODI ম্যাচে তিনি *৫৫৬ রান*, *৪৩টি ছক্কা*, গড় *৫০.৫* এবং স্ট্রাইক রেট *১৫১.৯১*— এই পরিসংখ্যানই বলে দেয়, তিনি কেন ভবিষ্যতের সুপারস্টার।
ভারতীয় স্কোয়াডে বেদান্ত ত্রিবেদী, অভিগ্যান কুণ্ডু, হরবংশ সিং, যুববরাজ গোহিল, নামন পুষ্পক, হেনিল প্যাটেলসহ একাধিক প্রতিভাবান ক্রিকেটার।
গত দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, তবে রেকর্ড ৮ বার খেতাব জিতে এই টুর্নামেন্টে ভারতের আধিপত্যই সবচেয়ে বেশি আলোচনায়।
২০২৬ সালের ICC Under-19 World CUP-এর আগে এই টুর্নামেন্ট হতে চলেছে বড় পরীক্ষা—আর সেই পরীক্ষার জন্য প্রস্তুত ভবিষ্যতের ভারতীয় তারকারা।