Asia Power Index 2025: সামরিক শক্তিতে তৃতীয় ভারত, কত নম্বরে পাকিস্তান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: সামরিক শক্তির দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত (India)। অস্ট্রেলিয়ার লোই ইন্সটিটিউট( Lowy Institute) প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫’-এ (Asia Power Index 2025) ভারত উঠে এসেছে তৃতীয় স্থানে। শুধু তাই নয়, তালিকায় ভারতকে ‘মেজর পাওয়ার’ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী পাকিস্তান প্রথম দশে জায়গা পায়নি। তালিকা অনুযায়ী, পাকিস্তানের অবস্থান ১৬ নম্বরে।
আমেরিকা ৮০.৫ (সুপার পাওয়ার)
চীন ৭৩.৭ (সুপার পাওয়ার)
ভারত ৪০.০ (মেজর পাওয়ার)
জাপান ৩৮.৮ (মিডিল পাওয়ার)
রাশিয়া ৩২.১ (মিডিল পাওয়ার)
অস্ট্রেলিয়া ৩১.৮ (মিডিল পাওয়ার)
দক্ষিণ কোরিয়া ৩১.৫ (মিডিল পাওয়ার)
সিঙ্গাপুর ২৬.৫ (মিডিল পাওয়ার)
ইন্দোনেশিয়া ২২.৫ (মিডিল পাওয়ার)
মালয়েশিয়া ২০.৬ (মিডিল পাওয়ার)
‘এশিয়া পাওয়ার ইনডেক্স’ প্রতিবছর এশিয়ার দেশগুলির সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব এবং ভবিষ্যৎ সম্পদের ভিত্তিতে মূল্যায়ন করে। এশিয়ার দেশগুলির ক্রমবর্ধমান সামরিক শক্তি ও প্রভাবকে এই সূচকে ধরা হয়।
২০২৫ সালের সূচকে ভারতের স্কোর হয়েছে ৪০.০০। এর ভিত্তিতে ভারতকে মেজর পাওয়ার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ভারতের প্রভাব আরও বাড়বে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে চীন (China)। আমেরিকার (America) পর সুপার পাওয়ার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালু হওয়ার পর এবারই আমেরিকার স্কোর সবচেয়ে নিচে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শাসনামলে গৃহীত নীতিগুলির প্রভাবেই এই পতন ঘটেছে। অন্যদিকে, চীন ধারাবাহিকভাবে আমেরিকার সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে এবং নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। ২০১৯ সালের পর থেকে রাশিয়াও এশিয়ায় প্রভাব বাড়িয়েছে। মস্কোর ক্রমবর্ধমান আঞ্চলিক উপস্থিতির পেছনে মূলত চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে তাদের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব দায়ী। যদিও ২০২৪ সালে অস্ট্রেলিয়া রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল, এবছর আবার রাশিয়া পঞ্চম স্থানে ফিরে এসেছে। একই সঙ্গে জাপানও এ বছর নিজেদের শক্তি বাড়িয়ে তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।