বাংলায় SIR প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি, নিয়োগ করা হল স্পেশাল রোল অবজার্ভার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: শুক্রবার দিল্লিতে তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধি দলের সাক্ষাৎ-এর পরেই স্পেশাল রোল অবজার্ভার (Special Roll Observer) নিয়োগ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commissionof India)। বঙ্গে ত্রুটিপূর্ণ SIR প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূল। বারে বারে দাবি উঠছে SIR প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ত্রুটিমুক্তির। যদিও কমিশনের তরফ থেকে তৃণমূলের ৫টি প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে। এর পরেই অব্যবস্থাপনা ঢাকতে Special Roll Observer নিয়োগ করল কমিশন। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত-কে (পশ্চিমবঙ্গ ক্যাডার, ১৯৯০ ব্যাচ) এই দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে, যেখানে স্পেশাল রোল অবজার্ভারের ক্ষমতা, দায়িত্ব এবং কাজের পরিধি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সুব্রত গুপ্তের মূল কাজগুলো হলো
১. বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া পর্যবেক্ষণ: ২৭ অক্টোবর ২০২৫-এর নির্দেশিকা অনুযায়ী SIR-এর প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নজরদারি করা। নিশ্চিত করা যে কোনো যোগ্য নাগরিক তালিকা থেকে বাদ না যায় এবং অযোগ্য ভোটার তালিকায় প্রবেশ না করে।
২. প্রয়োজনীয় রিপোর্ট কমিশনে পাঠানো: কমিশনকে নিয়মিত গ্রাউন্ড লেভেলের ইনপুট এবং পর্যবেক্ষণ পাঠানোর সুযোগ থাকবে।
৩. প্রশংসাপত্র দেওয়ার ক্ষমতা নেই: অবজার্ভার নিজে থেকে কোনও বিএলও (BLO) বা ইআরওকে (ERO) প্রশংসাপত্র দিতে পারবেন না; প্রয়োজন মনে হলে কমিশনে সুপারিশ করতে হবে।
৪. ভাতা ও সুবিধা: কাজের জন্য সমস্ত টিএ, ডিএ এবং বিমান ভ্রমণ সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে সব প্রোটোকল ও সহায়তা নিশ্চিত করা হবে।
জেলা পর্যায়ে নিম্নলিখিত আইএএস অফিসারদেরদায়িত্বভার অর্পণ করা হয়েছে
১) স্মিতা পান্ডে—পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম
২) তন্ময় চক্রবর্তী—মুর্শিদাবাদ, মালদা
৩) রণধীর কুমার—উত্তর ২৪ পরগনা, কলকাতা (উত্তর)
৪) সি. মুরুগান—দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (সাউথ)
৫) আর. অর্জুন—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
৬) রাজীব কুমার / জগদীশ মিনা—হাওড়া
৭) নীলম মিনা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
৮) অশ্বিনী কুমার যাদব—উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
৯) নিরঞ্জন কুমার—দার্জিলিং, কালিম্পং
১০) দেবী প্রসাদ করানাম—পুরুলিয়া, বাঁকুড়া
১১) রচনা ভগত—নদীয়া
১২) ড. বিশ্বনাথ—হুগলি
SIR প্রক্রিয়ার সময়সূচি
৪ নভেম্বর – ৪ ডিসেম্বর ২০২৫: বাড়ি বাড়ি সমীক্ষা (Enumeration)।বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যদি কোনো ভোটারের নাম তালিকায় বাদ পড়ে থাকে, তবে তাঁকে Form 6 প্রদান করা হবে। এই পর্যায়ে অন্য কোনো নথি সংগ্রহ করা হবে না।
৯ ডিসেম্বর ২০২৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ।
৯ ডিসেম্বর ২০২৫ – ৮ জানুয়ারি ২০২৬: দাবি-আপত্তি সময়সীমা।
৯ ডিসেম্বর ২০২৫ -৩১ জানুয়ারি ২০২৬: নোটিস জারি, শুনানি ও যাচাই।
৭ ফেব্রুয়ারি ২০২৬: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে শেষবার SIR ২০০২ সালে সম্পন্ন হয়েছিল। ২৩ বছর পর পুনরায় বিশেষ সংশোধনের প্রয়োজন পড়েছে কারণ ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম, ভুল ঠিকানা, ভুল জন্ম তারিখ এবং মৃত ভোটারের নাম এখনও রয়েছে।
কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রার্থীরা স্বেচ্ছায় তাদের আধার নম্বর দিতে পারবেন। কোনও আধার mismatch হলে ইআরও নোটিস জারি করবেন।
চলতি পরিসংখ্যান
মৃত ভোটার চিহ্নিত: ১৫,৫৩,০০০ জন (চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে, প্রায় ২০ লক্ষ)।
মোট ফর্ম বিলি: ৭ কোটি ৪৫ লক্ষ, ডিজিটাইজড: ৬ কোটি ৪৫ লক্ষ (৮৬.৫% বা প্রায় ৮৭%)।
খোঁজ না পাওয়া ভোটার: ২,৬১,০০০।
ঠিকানা বদল: ২,৮৮,০০০।
ডুপ্লিকেট ভোটার: ৫৮,১৬৪।