উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের ভিড়ের চাপে ভেঙে পড়লো বিয়ের মঞ্চ, আহত বহু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: উত্তরপ্রদেশের বালিয়া জেলায় এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন একাধিক বিজেপি নেতা। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উঠে মঞ্চ আচমকাই ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত অতিথিদের মধ্যে।
স্থানীয় বিজেপি কর্মী অভিষেক সিং ইঞ্জিনিয়ারের ভাইয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এই বিপত্তি ঘটে। জানা যাচ্ছে, বালিয়া জেলা বিজেপির সভাপতি সঞ্জয় মিশ্র, প্রাক্তন সাংসদ ভরত সিং-সহ বহু দলীয় নেতা সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন। আচমকা কাঠামোটি ধসে পড়ায় সকলেই নিচে পড়ে যান এবং কয়েকজন চোট পান।
बलिया : भाजपा जिलाध्यक्ष व कई अन्य पदाधिकारियों के साथ नवविवाहित जोड़े को आशीर्वाद देने के लिए मंच पर चढ़ने से रिसेप्शन का मंच टूटा, नेताओं के साथ दूल्हा दुल्हन भी गिरे! pic.twitter.com/U15WnZvjVj
— Vishal JyotiDev Agarwal 🇮🇳 (@JyotiDevSpeaks) November 27, 2025
ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নবদম্পতিকে আশীর্বাদ জানাতে মঞ্চের ওপর জড়ো হয়েছেন নেতারা। চারদিকে অতিথিদের ভিড়, হাঁসি-খুশির পরিবেশে অনুষ্ঠান চলছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মঞ্চটি ভেঙে পড়ে যায়।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিতরা আতঙ্কে ছুটে আসেন উদ্ধার কাজে। আহতদের দ্রুত সেখান থেকে সরিয়ে আনা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।