সেমিকন্ডাক্টর প্রকল্পে বিপুল ভর্তুকির পরেই বিজেপিকে টাটা গোষ্ঠীর ৭৫৮ কোটি অনুদান, রিপোর্টে নতুন বিতর্ক

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেমিকন্ডাক্টর প্রকল্পে প্রায় ৪৪ হাজার কোটি টাকার ভর্তুকি অনুমোদনের কয়েক সপ্তাহের মধ্যেই বিজেপিকে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ৭৫৮ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, এক সাম্প্রতিক অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে, লোকসভা নির্বাচনের ঠিক আগে এই অনুদান দেওয়া হয়।

টাটা গোষ্ঠীর দু’টি সেমিকন্ডাক্টর প্রকল্প, একটি অসমে এবং অন্যটি গুজরাতে, উভয়ই বিজেপি-শাসিত রাজ্যে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার অনুমোদন পায়। অভিযোগ উঠছে, দু’টি প্রকল্প মিলিয়ে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার ২৩ কোটি টাকা। এই অনুমোদনের পরপরই টাটা গোষ্ঠীর তরফ থেকে বিপুল অঙ্কের অনুদান দেওয়া হয়েছে বলে দাবি প্রতিবেদনের।

এও উল্লেখ করা হয়েছে যে, অনুদানের তালিকায় কংগ্রেস দ্বিতীয় অবস্থানে থাকলেও, তাদের প্রাপ্ত অর্থ বিজেপির তুলনায় বহু গুণ কম। গত কয়েক বছরে বিভিন্ন নির্বাচনী ট্রাস্ট এবং স্থগিত হওয়া নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক অর্থ সংগ্রহে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen