ধর্মীয় ঐক্যের বিজ্ঞাপন, আক্রান্ত তানিস্ক
উৎসবের বিজ্ঞাপনে হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরতে গিয়ে বিপাকে গয়না প্রস্তুতকারী সংস্থা। সোশ্যাল মিডিয়ায় তাদের গয়না বয়কট করার ডাকও উঠল। এমনকি সংস্থার কর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় কিছু মানুষের তরফে। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হল ওই সংস্থা।
ধর্মীয় ঐক্যই বিজ্ঞাপনটির মূল বিষয়বস্তু ছিল। তাতে দেখানো হয়, মুসলিম পরিবারে বিয়ে হয়ে আসা এক হিন্দু তরুণী গর্ভবতী। হাত ধরে তাঁকে সাধভক্ষণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন শাশুড়ি। আয়োজন দেখে ওই তরুণী বলেন, ‘আপনাদের তো এ সবের রীতি নেই!’ জবাবে শাশুড়ি বলেন, ‘মেয়েকে খুশি করার রীতি সব জায়গাতেই রয়েছে।’
বিজ্ঞাপনটি সামনে আসতেই ওই গয়না প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ফুঁসে ওঠেন এক শ্রেণির নেটাগরিক। হিন্দু-মুসলিম একতার দোহাই দিয়ে আদতে ‘লভ জিহাদ’-এর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। যারা এই বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাদের অধিকাংশই বিজেপি সমর্থক। এঁদের মধ্যে অন্যতম হলেন বিজেপি নেতা খেমচাঁদ শর্মা। অনেকজনকে টুইটারে ফলো করেন প্রধানমন্ত্রী।
তবে ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করায় যে ভাবে ওই সংস্থাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে নেটাগরিকদের একটা বড় অংশ। তাদের মতে, ভারতীয় সংস্কৃতি যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, ভারতীয় ঐতিহ্যে যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্য জড়িয়ে, সেখানে ওই বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি থাকার কথাই নয়।
এরই মধ্যে আজ সংস্থার একটি শোরুমে ভাঙচুর চালানো হয় গুজরাতে। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিদ্বেষের বিষে ঐক্যের বার্তাও এখন চক্ষুশূল ভারতে?