ফুটবল খেলাকে ঘিরে চরম বিশৃঙ্খলা মাঠে, এক ম্যাচে ১৭টা লাল কার্ড থেকে টিয়ার গ্যাস বলিভিয়ায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩২: বলিভিয়ার কোপা বলিভিয়া টুর্নামেন্টে ব্লুমিং ও রিয়াল ওরুরো—এই দুই দলের মধ্যে হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ফুটবলের ইতিহাসে ধরা পড়ল এক চরম বিশৃঙ্খলার ঘটনায়। মাঠে যা ঘটল, তা যেন ফুটবল নয়, রণক্ষেত্র। মারামারি, ধাক্কাধাক্কি, উত্তেজনা—সব মিলিয়ে ম্যাচ থামাতে পুলিশকে পর্যন্ত টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে।
ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলেও অ্যাওয়ে রুলে ব্লুমিং এগিয়ে যায়। কিন্তু এর মধ্যেই শুরু হয় সংঘর্ষ। রিপোর্ট অনুযায়ী, ওরুরোর সেবাস্তিয়ান জেবালোস ও হুলিও ভিলা প্রথমে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রিয়াল ওরুরোর কোচ মার্সেলো রোব্লেদোও জাতীয় দলের কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তা রূপ নেয় বড়সড় ঝামেলায়।
অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠে নামতে হয় পুলিশের। টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। ম্যাচের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, ব্লুমিং দলের মোট সাতজন খেলোয়াড় এবং ওরুরোর চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। শুধু খেলোয়াড় নয়, দুই দলের বেশ কয়েকজন স্টাফও বহিষ্কৃত হন। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় অবিশ্বাস্য *১৭*—যা আধুনিক ফুটবলে বিরল।
সবচেয়ে বিস্ময়ের বিষয়—ঘটনার সূত্রপাতকারী জেবালোসকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ঘটনাটি এখন তদন্তের মুখে, এবং বেশ কিছু খেলোয়াড় দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।