কর্ণাটকে নেতৃত্ব বিতর্ক থামাতে একসুর সিদ্দারামাইয়া-শিবকুমার, ২০২৮ নির্বাচনে কংগ্রেসকে ফেরানোই লক্ষ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৬: কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদল করার ইস্যুকে কেন্দ্র করে যে নেতৃত্ব-সংকট ঘনীভূত হয়েছিল, তা প্রশমনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার যৌথভাবে একই সুরে বললেন যে তাঁদের মধ্যে কোনও মতপার্থক্য নেই। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার পর দু’জনেই জানান, রাজ্যের রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও বাস্তবে কোনও বিরোধ নেই।
সিদ্দারামাইয়া বলেন, তাঁদের মূল লক্ষ্য ২০২৮ সালের বিধানসভা নির্বাচন এবং পুরসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে আরও শক্তিশালী করা। তিনি জানান, আগামী নির্বাচনে কংগ্রেসকে ফিরিয়ে আনতে দু’জনেই একসঙ্গে কাজ করছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এখন যেমন কোনও ভিন্নমত নেই, ভবিষ্যতেও থাকবে না।
গত বছরের কথিত ‘রোটেশানাল মুখ্যমন্ত্রী চুক্তি’ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠার পর শিবকুমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এদিন সকালে তাঁর বাসভবনে পৌঁছন। সেই আলোচনার পরই তাঁরা একসঙ্গে সামনে এসে জানান, পরিস্থিতি নিয়ে কোনও জট নেই, বরং কিছু সংবাদমাধ্যম এটি অতিরঞ্জিত করেছে।
এদিকে, জানা যাচ্ছে যে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব: সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন, যার সম্ভাব্য তারিখ ৩০শে নভেম্বর। সিদ্দারামাইয়া বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে তাঁরা তাই অনুসরণ করবেন। তাঁর মন্তব্য, “এখানে কোনও বিভ্রান্তি নেই, আর আগামীকাল থেকে তো আরও কোনও বিভ্রান্তির সুযোগই থাকবে না। আমরা একসঙ্গেই কাজ করবো।”