অসুস্থ কবি জয় গোস্বামী, শারীরিক অবস্থার খবর দিলেন কন্যা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: অসুস্থ বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি জয় গোস্বামী! (Joy Goswami)। সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শল্যচিকিৎসার মুখোমুখি হয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও গোস্বামী পরিবার এই কঠিন সময়টিকে প্রচার এবং জনসমক্ষে আনতে চায়নি। তবে, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। কবির কন্যা বুকুন গোস্বামী এবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তাঁর বাবার বর্তমান শারীরিক অবস্থা বিস্তারিতভাবে জানিয়েছেন।
বছরের পর বছর তাঁর কবিতার কলমে সৃষ্ট অনুভূতির বন্যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তবে এবার কবিকে বিশ্রাম নিতে হচ্ছে। কোভিডের সময় থেকেই তাঁর শারীরিক অসুস্থতার খবর সাহিত্যপ্রেমীদের উদ্বেগে রেখেছিল। বুকুন লিখেছেন, “গত দুই সপ্তাহ আমাদের রোলার-কোস্টারের মত কেটেছে। জয় গোস্বামীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং একাধিক শল্যচিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন তিনি বাড়ি ফিরেছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। আমি গভীর ভাবে কৃতজ্ঞ সেই ডাক্তারদের প্রতি এবং সেই শক্তিশালী, দুর্দান্ত সব মহিলাদের প্রতি, যারা প্রতিটি মুহূর্তে জয়ের পাশে থেকে তাঁর যত্ন নিয়েছেন।”
View this post on Instagram
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত কয়েকদিন কবিকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আগামী এক মাস ফোনে কথা বলা বা বাইরে বেরোনো তাঁর জন্য উপযুক্ত নয় বলেই জানিয়েছেন বুকুন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, কঠিন সময় কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত ছিল কবির নিজস্ব।