বাড়ছে পারদ, উধাও শীত! ঘূর্ণিঝড় ‘দিটওয়া’র জেরে বঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

November 29, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৩১:৩৫: বাংলা জুড়ে শীতের আমেজ (Winter) বর্তমানে কিছুটা ফিকে। শুক্রবারের পর শনিবারও রাজ্যে তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তরের (Weather Department) কর্তারা মনে করছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দিটওয়া’র কারণেই হাওয়ার গতিপথ পরিবর্তিত হয়েছে এবং তার ফলে তাপমাত্রার এই তারতম্য দেখা যাচ্ছে।

আবহাওয়া দপ্তর (Meteorological Department) সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘দিটওয়া’ সম্ভবত রবিবার স্থলভাগে প্রবেশ করতে চলেছে। তত দিন পর্যন্ত রাজ্যে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, নতুন ঘূর্ণিঝড় ‘দিটওয়া’ শক্তি বাড়িয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু-পন্ডিচেরি উপকূলের দিকে যাচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) জানাচ্ছে, মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে উষ্ণতা কমতে পারে। আপাতত রাজ্যের কোনো কোনো জেলায় সকালে কুয়াশা এবং দিনের বাকি সময় পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে।
সকালে ও রাতে হালকা শীতের আমেজ বজায় আছে। এদিন কলকাতায় পারদ রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের তাপমাত্রায়ও খুব একটা হেরফের দেখা যাচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen