Weather Forecast: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে শীতের আমেজ ‘নিখোঁজ’ , কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা?

November 30, 2025 | 2 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে আছে জোড়া নিম্নচাপ। এর জেরে তাপমাত্রা বাড়বে বাংলায়। রবিবারের সকালে সেভাবে শীতের আমেজ ‘নিখোঁজ’ দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে কলকাতার পারদ নেমে পৌঁছেছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। রবিবারও শহরের হালকা শীত বজায় থাকলেও শনিবারের মতোই তাপমাত্রা সামান্য উঁচুতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের কাছাকাছি।
চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। তেমনই নেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সোমবার পর্যন্ত ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে কমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ; দুই বঙ্গেই আগামী চার দিন আবহাওয়ার চিত্র প্রায় একই থাকবে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। দিনভর রোদের দাপট থাকবে, মাঝে মাঝে আকাশে ভেসে উঠবে হালকা মেঘ। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরেই রাতের তাপমাত্রা ফের কিছুটা নামতে পারে; দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত।

শনিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা নথিভুক্ত হয়েছে পুরুলিয়ায়, প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে শীত আরও স্পষ্ট; আলিপুরদুয়ারে ১২ ডিগ্রি, দার্জিলিংয়ে পারদ নেমে ৬ ডিগ্রিতে ঠেকেছে। ইতিমধ্যেই কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ভোরের কুয়াশা ঢেকে দিচ্ছে রাস্তা-ঘাট।

রাজ্যের বহু জেলায় গত কয়েক দিনে রাতের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করলেও, সপ্তাহান্তে তা কিছুটা বাড়ছে। আলিপুর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম দিক থেকেই শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে, উপকূলে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি হলেও এখনও কোনও সতর্কতা জারি হয়নি।

কলকাতায় আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে হালকা কুয়াশা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে ৯০ শতাংশের মধ্যে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen