বাইপাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক জনকে ধরল পুলিশ, বাকিদের খোঁজ চলছে

November 30, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: ইএম বাইপাসের ধারে তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১। গার্ডেনরিচ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ২৪ বছর বয়সি ওই অভিযুক্ত গাড়িতে ছিলেন। আগেই তাঁকে চিহ্নিত করা হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ দেখে। এ ছাড়াও এই ঘটনায় ‌আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতের নাম আলতাফ আলম।

শুক্রবার রাতে ইএম বাইপাসে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে তিনজনের বিরুদ্ধে। তারপর তাঁরা তরুণীকে ময়দান এলাকায় নামিয়ে চলে যায়। জানা যায়, নির্যাতিতার বয়স ২৮ বছর, তিনি বিবাহিত। থাকেন পূর্ব কলকাতায়। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি ইএম বাইপাসের ধারে প্রগতি ময়দান থানা এলাকার একটি বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

তরুণীর অভিযোগ, সেই সময়ে একটি গাড়ি আসে। তাতে তিনজন ছিলেন। তাঁদের মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত। মাস তিনেক ধরে তাঁর সঙ্গে তরুণীর কথা হচ্ছে। অভিযোগ, গাড়িটি এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তরুণীকে জোর করে ঠেলে গাড়িতে তোলা হয়। তাঁকে মাদক খাওয়ানোর পর শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে তরুণী পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। পরে ময়দান এলাকায় তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় গাড়িটি।

ময়দান এলাকায় টহলরত পুলিশ আধিকারিকেরা তরুণীকে কাঁদতে দেখে তাঁর কাছে যান। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। তার পর সেখান থেকে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen