সর্বদল বৈঠকে শীতকালীন অধিবেশনে সংসদে SIR, দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনা চাইল বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৪০: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। তার আগে প্রথা মেনে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল সরকার পক্ষ। সূত্রের খবর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR), দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফে। সুষ্ঠুভাবে সংসদের কাজ চালানোর জন্য বিরোধী দলগুলির সাহায্য চেয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, সর্বদল বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, প্রমোদ তিওয়ারি, গৌরব, তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরজেডির তরফ থেকে মনোজ ঝা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দেশের নিরাপত্তা, দিল্লির বিস্ফোরণ, ভোটার তালিকার সংশোধন এবং নির্বাচনী ব্যবস্থার সুরক্ষা, স্বাস্থ্যের নিরাপত্তা, দেশের প্রতিটি প্রান্তে বাড়তে থাকা বায়ুদূষণ ইত্যাদি নিয়ে আলোচনা চেয়েছেন বিরোধীরা।
আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। ছুটির দিনগুলি বাদ দিয়ে মোট ১৫ দিন চলবে অধিবেশন। শীতকালীন অধিবেশন সাধারণত ২০ দিন ধরে চলে। এবার একদিন কমানো হচ্ছে। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সরকার শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেশে সংসদীয় ব্যবস্থাকে খর্ব করতে চাইছে।