নির্মম! সংজ্ঞা হারালেন নিরাপত্তারক্ষী, মঞ্চে ভাষণ চালিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৪: এত অমানবিক! কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতির আচরণে স্তম্ভিত গোটা দেশ।
মানুষের প্রাণের যে বিন্দুমাত্র মায়া করে না বিজেপি তা ফের প্রমাণ করে দিলেন জেপি নাড্ডা। গুজরাতের ভদোদরায় বিজেপি সর্বভারতীয় সভাপতির বক্তৃতা চলাকালীন নিরাপত্তারক্ষী সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন, ফিরেও তাকালেন না কোনও বিজেপি নেতা। ভাষণ থামিয়ে নূন্যতম সৌজন্য দেখানোর প্রয়োজনও বোধ করলেন না জেপি নাড্ডা।
ভদোদরায় সর্দার ঐক্য যাত্রায় বক্তব্য রাখছিলেন নাড্ডা। তিনি যখন বক্তব্য রাখছেন, সেই সময় মঞ্চের সামনে হঠাৎই সংজ্ঞা হারিয়ে পড়ে যান এক নিরাপত্তারক্ষী। কিন্তু সেদিকে ফিরেও তাকানি নাড্ডা। নিজের বক্তৃতা চালিয়ে গেলেন। অন্যান্য নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। মঞ্চে উপস্থিত কোনও বিজেপি নেতৃত্ব একবারের জন্যও এগিয়ে এলেন না।
জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়া নিরাপত্তারক্ষীর ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। বিজেপি নেতাদের আচরণের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।