আজ শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, নবান্নে মমতার জোড়া বৈঠক, সেবাশ্রয় 2.0 শিবিরের সূচনা, নজরে কোন কোন খবর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন
আজ সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে প্রায় চোদ্দটি বিল পেশ হওয়ার কথা রয়েছে। SIR, দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানাবে বিরোধী দলগুলি। সংসদের দুই কক্ষের অধিবেশনের দিকে নজর থাকবে।
নবান্নে জোড়া বৈঠকে মমতা
আজ, সোমবার নবান্নে জোড়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকায়ুক্ত নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম বৈঠকটি হবে। উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় বৈঠকটি হবে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও মেম্বারের নাম সুপারিশ নিয়ে। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। বিরোধী দলনেতা আমন্ত্রণ পেলেও দু’টি বৈঠকে অনুপস্থিত থাকবেন বলে আগাম জানিয়েছেন।
‘সেবাশ্রয় ২’ শুরু করছেন অভিষেক
ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’ শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মহেশতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুরু হবে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির। সকাল ১০টা নাগাদ নিউল্যান্ড মাঠ, চকচাঁন্দুল রথতলা এবং সবুজ সংঘের মাঠে সেবাশ্রয় ২-র উদ্বোধন করবেন অভিষেক। সাত দিন ধরে নানান এলাকায় স্বাস্থ্যশিবির চলবে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।
দিটওয়ার তাণ্ডব
ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কায় দু’শোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতেও ঝড়-বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ৫৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।