এলন মাস্কের জীবনে ভারতীয় ছাপ! ছেলের নাম রাখলেন‘শেখর’, পডকাস্টে ফাঁস করলেন ব্যক্তিগত তথ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১২: বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ক আবারও খবরের শিরোনামে — তবে এবার কারণ ব্যবসা নয়, ব্যক্তিগত জীবন। সাম্প্রতিক সময় এক পডকাস্টে এসে টেসলা কর্তা জানিয়েছেন, তাঁর জীবনে ভারতের প্রভাব যথেষ্ট গভীর। শুধু তাই নয়, সেই যোগের স্মৃতি ধরে রাখতে নিজের সন্তানেরও নাম রেখেছেন ‘শেখর’।
মাস্ক জানান, তাঁর সঙ্গী শিভন জিলিসের সঙ্গে ভারতের। আর তারই অনুপ্রেরণায় মাস্ক তাঁর এক ছেলের মধ্যনাম দিয়েছেন ‘শেখর’, যা নেওয়া হয়েছে নোবেলজয়ী ইন্দো-মার্কিন মহাকাশবিজ্ঞানী *সুব্রহ্মণ্য চন্দ্রশেখরের* নাম থেকে। ১৯৮৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান চন্দ্রশেখর, যাঁর গবেষণা মহাকাশ বিজ্ঞানের ধারাই বদলে দেয়।
মাস্ক ওই পডকাস্টে জানান, তাঁর পার্টনার শিভন জিলিসের মধ্যেও রয়েছে ভারতীয় শিকড়। কানাডায় বড় হলেও শিভন জন্মের পরই তাকে দত্তক দেওয়া হয়। তাঁর জৈবিক বাবা ছিলেন এক ভারতীয় ছাত্র, যিনি পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। তাই শিভনের রক্তে রয়েছে ভারতীয় পরিচয়। মাস্ক বলেন, “ও আধা ভারতীয়— আর সত্যি বলতে, মার্কিন প্রযুক্তি জগতে ভারতীয়দের অবদান অসাধারণ।” যদিও সঙ্গীর ব্যক্তিগত ইতিহাস নিয়ে বেশি কিছু বলতে চাননি মাস্ক, তবে ভারতীয়দের অবদান যে আমেরিকার প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে অসামান্য — তা স্পষ্টভাবেই বলেন তিনি।
বর্তমানে মাস্কের সন্তান সংখ্যা ১৪ — চার ভিন্ন মহিলার সন্তান। যদিও নানা সূত্র দাবি করছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেও এলন মাস্কের জীবনে ভারতীয় ছাপ যেন ক্রমেই আরও স্পষ্ট। এখন দেখার, ভবিষ্যতে এই সম্পর্ক আরও কোন নতুন চমক নিয়ে আসে।