জল্পনার ইতি, রাঁচিতে সেঞ্চুরির পর টেস্টে ফরম্যাটে প্রত্যাবর্তন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কোহলি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আবারও ব্যাট হাতে জবাব দিলেন নিজের সমালোচদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করার পর তাঁর টেস্টে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছিল। বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল, বিসিসিআই নাকি আবার কোহলির সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করতে পারে। কিন্তু ম্যাচের পর কোহলি নিজেই সেই জল্পনার ইতি টানলেন।
৩৭ বছরের প্রাক্তন ভারত অধিনায়কের স্পষ্ট বক্তব্য— তিনি আর শুধু এক ফরম্যাটেই খেলবেন। কোহলি বলেন, “আমি এখন ৩৭। তাই শরীরকে সময় দিতে হয়। এত ক্রিকেট খেলার পর নিজের শরীর সম্পর্কে ধারণা তৈরি হয়। যখন অনুশীলনে ব্যাট হাতে ভালো অনুভব করি, তখনই বুঝি, এখনও সক্ষমতা আছে। যতদিন শরীর-মন সজাগ থাকবে, ততদিন খেলব।”
এদিন বিসিসিআই সচিব দেবজিত সাইকি-ও জানান, কোহলির টেস্টে ফেরা নিয়ে বোর্ডের কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, “সবটাই গুজব। এই বিষয়ে কোনও কথাই হয়নি।”
মে মাসে কোহলি টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ১২৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৯২৩০ রান, ৩০টি সেঞ্চুরি সহ গড় ৪৬.৮৫।
রবিবার রাঁচিতে ১৩৫ রানের অপরাজেয় ইনিংসে ম্যাচসেরা হন তিনি। রোহিত শর্মার সঙ্গে ১৩৬ রানের জুটিতে ভর করে ভারত তোলে ৩৪৯ রান এবং শেষ পর্যন্ত ১৭ রানে জয় পায়।