বিয়ের পর হানিমুন মুড! আন্দামানে প্রেমে মজে দিলীপ–রিঙ্কু
রাজনৈতিক ব্যস্ততার মাঝেই নতুন জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত। ৬০ পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তাঁর জীবন সঙ্গী হলেন রিঙ্কু মজুমদার। বিয়ের পর থেকেই এই সম্পর্ক যেন রাজ্যের আলোচনার কেন্দ্রে
রিঙ্কুর জন্মদিনকে কেন্দ্র করেই পরিকল্পনা হয়েছিল এই সফরের। ২৪ নভেম্বর ছিল দিলীপ পত্নীর জন্মদিন। ২৩ থেকে ২৮ নভেম্বর—শহরের ভিড় থেকে দূরে নীল সাগর আর সোনালি বালি ঘেরা আন্দামানেই ‘নিজেদের সময়’ কাটালেন নবদম্পতি
সেলুলার জেলের করিডোরে ভারতের স্বাধীনতার বেদনাভরা ইতিহাস, আর তার পরে ঢেউয়ের তালে সৈকতে নিশ্চিন্ত হাঁটা— সফরের প্রতিটি দিনে ইতিহাস আর ভালোবাসা যেন পাশাপাশি চলেছে
রাজনীতির মঞ্চে যাঁকে অনেকে ‘কঠোর’ বলে মনে করেন, সেই দিলীপ ঘোষই সফরে বারবার ধরা দিলেন অন্যরূপে রিঙ্কুর হাত ধরে হাঁটা, হাসিমুখের ছবি তোলা— দেখলে মনে হবে সাধারণ প্রেমিক-স্বামী
বিয়ের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন বয়স নিয়ে। আবার অনেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও দিয়েছেন শুভেচ্ছা। কিন্তু দিলীপ ঘোষের স্বভাবসিদ্ধ ভাব— “ভাবলে হবে না, বাঁচতে হবে।”