নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন অভিষেক! প্রশ্নের জবাবে কী বললেন তৃণমূলের সেনাপতি?

December 1, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১১: ছাব্বিশের বিধানসভা ভোটের দামাম প্রায় বেজে গিয়েছে। চড়ছে পারদ। রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার সেবাশ্রয়ের সূচনা অনুষ্ঠানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সেই প্রশ্ন করা হয়। অভিষেকের জবাব, “ওটা (নন্দীগ্রামে ভোটে লড়া) সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে।”

তিনি আরও বলেন, দল তাঁকে যেভাবে, যেখানে কাজে লাগাবে। তিনি সেভাবেই কাজ করবেন। দল যদি তাঁকে নন্দীগ্রামে দাঁড়াতে বলে, তিনি দাঁড়াবেন। দার্জিলিংয়ে দাঁড়াতে বললে, সেখানে দাঁড়াবেন বলেও জানান অভিষেক। সুকান্তকে কটাক্ষ করে তৃণমূলের সেনাপতি বলেছেন, “অতই যদি পারদর্শী হন, তাহলে ৮ হাজার ভোটে জিততেন না!”

রবিবার সুকান্ত মজুমদার দাবি করেন, তাঁর কাছে ‘খবর’, “অভিষেক নন্দীগ্রামে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই তাঁর ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের ওই জেলায় বদলি করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার শখ, তাই নন্দীগ্রাম থেকে লড়বেন।” সুকান্তের দাবি খারিজ করে তৃণমূলের জবাব, “লোকসভা ভোটের পর থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বের অপছন্দের তালিকায় শুভেন্দু। নন্দীগ্রামে পঞ্চায়েতেও তৃণমূল জিতেছে। তাই আসন ধরে রাখাই এখন শুভেন্দুর আসল চ্যালেঞ্জ। অভিষেক-মমতা লাগবে না। বুথস্তরের এক সাধারণ তৃণমূল প্রার্থীই শুভেন্দুকে হারাবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen