রাজ্যের CEO দপ্তরে তুলকালাম! BJP বিধায়কদের লক্ষ্য করে চলল Go back স্লোগান

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: SIR-র সময়সীমা বেড়েছে কিন্তু তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। আজ, সোমবার সকাল থেকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের (CEO Office) সামনে দফায় দফায় উত্তেজনা ছড়াল। আজ সকালে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দিল্লির বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করতে আসে বিজেপির প্রতিনিধি দল। তখন দপ্তরের বাইরে অবস্থান করা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তাঁদের দেখে চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি শুরু করেন BLO-রা। তাঁদের দাবি, তাঁদেরও CEO-র সঙ্গে দেখা করতে দিতে হবে। পুলিশ তাঁদের বাধা দেয়। বিজেপির প্রতিনিধি দলের আগে থেকে সময় নেওয়া ছিল, তাই পুলিশের জানায়, একই সময় দুই পক্ষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না।

শুরু হয় কথা কাটাকাটি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষরা দপ্তরের ভিতরে ঢুকলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে। স্লোগান আর পাল্টা স্লোগান চলতে থাকে। চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। CEO দপ্তরের বাইরে বিজেপি আরও নেতা-কর্মীরা জমায়েত করতে থাকেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen