হুগলির হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমিতে শিল্প গড়ে তুলতে উদ্যোগী রাজ্য, শুরু সমীক্ষা

December 1, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা হিন্দুস্তান মোটরসের (Hind Motors) বিশাল জমি ফেরত পেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে উত্তরপাড়া-হিন্দমোটরের ৩৯৫ একর জমি এখন রাজ্যের হাতে। আর সেই জমিকে শিল্পের উপযোগী করে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য শিল্পন্নয়ন নিগম।

আগামী শিল্প সম্মেলনের আগেই জমি প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে সরকারের। সমীক্ষার মাধ্যমে জমির প্রকৃতি, উচ্চতা, প্রাকৃতিক সীমানা, জলনিকাশী ব্যবস্থা থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, মৌজা মানচিত্রের উপর সমীক্ষার তথ্য বসানো, ডি-জিপিএস ভিত্তিক রেফারেন্স পিলার স্থাপন, স্পষ্ট লেভেল মাপ ও কন্টুর লাইন প্রস্তুত-সবই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

রাজ্য শিল্পন্নয়ন নিগমের এক আধিকারিক জানান, জমি ভাগ করে শিল্পপ্লট তৈরির ক্ষেত্রে জমির চরিত্র নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। তাই জলনিকাশী ব্যবস্থা, সীমানা তৈরি-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

দপ্তর সূত্রে খবর, হিন্দ মোটর এলাকার আশপাশে থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অবস্থানও সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। নিকটতম রেলস্টেশন, বৈদ্যুতিক সাবস্টেশন, রাজ্য ও জাতীয় সড়কের দূরত্ব, পরিবহন সুবিধা এবং সম্ভাব্য সীমাবদ্ধতা সবই প্রতিবেদনে যুক্ত হবে। পরে মাস্টার প্ল্যান তৈরির সময় এই তথ্য জমি ব্যবহারের চূড়ান্ত নকশা নির্ধারণে সহায়ক হবে।

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্গত হিন্দ মোটর অঞ্চলটি ভৌগলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জিটি রোড, অন্যদিকে হিন্দ মোটর রেলওয়ে স্টেশন, এই অবস্থান শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট উপযোগী বলে মনে করছে দপ্তর। ফলে পরিকল্পনা, মানচিত্রায়ন ও প্লট বিভাজনের কাজ শেষ হলে হিন্দ মোটরের বিস্তীর্ণ জমি শিল্প সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen