আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়, CBI-র চার্জশিটে নাম সন্দীপের বিরুদ্ধে অভিযোগকারী আখতার আলির

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College) ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় নতুন মোড়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলা সেই আখতার আলির নামও এবার যুক্ত হল সিবিআইয়ের চার্জশিটে। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়া অতিরিক্ত চার্জশিটে (chargesheet) আখতার আলির পাশাপাশি শশীকান্ত চন্দকের নামও রয়েছে।

সূত্রের খবর, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (Deputy Superintendent) আখতারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান এবং আশিস পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই (CBI)। তাঁদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আখতার আলি (Akhtar Ali) বলেন, “চার্জশিটের কপি এখনও দেখিনি। গোটা বিষয়টি আইনি প্রক্রিয়া। আমার আইনজীবীরাই বিষয়টি দেখবেন। কোন ধারায় অভিযোগ আনা হয়েছে তা দেখে আদালতে যাওয়ার কথা ভাবব।”

উল্লেখ্য, ২০২৩ সালে আরজি করের (RG Kar) তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের (RG Kar Financial Irregularity) অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনে লিখিত অভিযোগ করেছিলেন আখতার। পরে তাঁকে বদলি করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। চলতি বছরের এপ্রিল মাসে আবার বদলি হয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি ইস্তফাপত্র জমা দিলেও তা গ্রহণ করা হয়নি। বরং দিন কয়েক আগে তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর (Department of Health) ।

স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে আখতারের ভূমিকা উঠে এসেছে। অভিযোগ, হাসপাতালের সরঞ্জাম কেনাবেচায় প্রভাব খাটিয়ে নির্দিষ্ট সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন তিনি। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তাঁর অ্যাকাউন্টে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা জমা পড়েছিল। পাশাপাশি বিমানযাত্রার ক্ষেত্রেও সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen