“ভয় পাবেন না, আমি আছি”, SIR প্রক্রিয়া নিয়ে ডিএম-বিডিওদের অভয়বাণী মুখ্যমন্ত্রীর

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫: রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের (Election Commission) নিয়োগ করা পর্যবেক্ষকদের ‘চাপ’-এর মুখে জেলা প্রশাসনের আধিকারিকরা। এই পরিস্থিতিতে সোমবার এক ভিডিও কনফারেন্সে সরাসরি জেলাশাসক (DM), মহকুমা শাসক (SDO) এবং বিডিও-দের (BDO) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘ভয় পাওয়ার কোনও কারণ নেই, আমি আছি।’’

সূত্রের খবর, সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) নেতৃত্বে ‘বাংলার বাড়ি’ সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একটি ভিডিও কনফারেন্স ছিল। সেই বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রশাসনিক কর্তাদের উদ্দেশে অভয়বাণী শোনান।

বৈঠকে উপস্থিত এক আধিকারিকের সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী এদিন নাম না করে কমিশনের নিয়োগ করা এক প্রাক্তন আমলার প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে। ভয় দেখাচ্ছে, বিরক্ত করছে। রাত ৯টা বা ১০টায় ফোন করে ধমকাচ্ছে। বলছে, দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব। আপনারা ভয় পাবেন না, আমি আছি। কিচ্ছু ভাববেন না, আপনারা আপনাদের কাজ করে যান।’

প্রশাসনিক মহলের ধারণা, ‘এক্স অফিসার’ বলতে মুখ্যমন্ত্রী প্রাক্তন আমলা সুব্রত গুপ্তর (Subrata Gupta) দিকে ইঙ্গিত করেছেন। ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য তাঁকে বিশেষ রোল অবজারভার (Special Roll Observer) হিসেবে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁর সঙ্গে আরও ১২ জন সিনিয়র আইএএস অফিসারকে (IAS Officer) পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

ভোটার তালিকার কাজের চাপের মধ্যেও যাতে উন্নয়নের কাজ থমকে না যায়, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এসআইআর (SIR)-এর চাপের মধ্যেও ‘বাংলার বাড়ি’ এবং রাস্তা তৈরির কাজ যেন উপেক্ষিত না হয়। যারা অনলাইনে জাতি শংসাপত্র বা অন্যান্য নথির জন্য আবেদন করতে পারছেন না, তাঁদের জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে (BSK) আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসনকে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, তাই ক্যাম্প থেকে সরাসরি অনলাইনে আবেদনের ব্যবস্থা করে দিতে হবে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, অপরিকল্পিতভাবে এলআইআর (LIR) হওয়ার ফলে বিএলও-রা (BLO) সমস্যায় পড়ছেন এবং কেউ কেউ এই সুযোগে আইনশৃঙ্খলার সমস্যা তৈরির চেষ্টা করতে পারে। প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আগামীকাল, মঙ্গলবার দুপুর দেড়টায় সব মন্ত্রী, সচিব এবং জেলা শাসকদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবারে দেওয়া বার্তার পর মঙ্গলবারের বৈঠকে তিনি আরও কী নির্দেশ দেন, সেদিকেই তাকিয়ে প্রশাসনিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen