বাংলার মুকুটে নয়া পালক! দার্জিলিংয়ের কমলা লেবুর GI Tag জয়

December 2, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: দার্জিলিং চায়ের পর এবার কমলা লেবু। দীর্ঘ লড়াইয়ের পর দার্জিলিংয়ের কমলা লেবু পেল জিআই ট্যাগ। সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই স্বীকৃতি প্রদান করেছে। যা নিয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসন। পাহাড়ের কমলা লেবুর চাহিদা সর্বত্র। মনে করা হচ্ছে, জিআই ট্যাগ মেলার পর চাহিদা আরও বাড়বে। এবার পাহাড়ের কমলা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি বিপণন দপ্তর পাহাড়ের কমলা কিনে বিভিন্ন প্রান্তের সুফল বাংলার স্টলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

কমলা লেবুর জিআই ট্যাগের জন্য ২০২১ সালে উদ্যোগী হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের ২২ আগস্ট জিআই রেজিস্ট্রেশনে আবেদন গ্রহণ হয়। ২০২৪ সালে শুনানি হয়। মিরিকের কমলা লেবুও প্রদর্শন করা হয়। তারপর খসড়া প্রস্তাব প্রকাশ করে জিআই কর্তৃপক্ষ। তা ঘিরে আপত্তি জমা পড়েনি। ২৪ নভেম্বর দার্জিলিংয়ের কমলার নামে জিআই ট্যাগ দেওয়া হয়েছে।

দার্জিলিংয়ের অর্থকারী ফসলগুলির মধ্যে অন্যতম চা। যার সুনাম জগৎ বিখ্যাত। চায়ের পর জিআই ট্যাগ পেল আর এক অর্থকারী ফসল কমলা লেবু। তাও জগত বিখ্যাত। দার্জিলিং পাহাড়ের তিন ধরনের কমলা লেবু মেলে। গুটি, মাঝারি ও বড়। পাহাড়ের কমলার ত্বক পাতলা। লেবুর কোয়ার সঙ্গে লেগে থাকে খোসা। স্বাদে অসাধারণ মিষ্টি। কমলা লেবুর জিআই প্রাপ্তিতে খুশি ব্যবসায়ীরা। উচ্ছ্বসিত পাহাড়ের মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen