তৃণমূল সহ বিরোধীদের চাপের জের, অবশেষে সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার

December 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫০: শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকে SIR নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ। প্রথম দিন, সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। একই ছবি মঙ্গলবারও। তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের চাপের কাছে অবশেষে নতিস্বীকার করল কেন্দ্র। সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ। সূত্রের খবর, কবে SIR নিয়ে আলোচনা হবে, তা নির্ধারণ করবে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি। বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”

মঙ্গলবারও বিরোধীদের সম্মিলিত বিক্ষোভে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করে বিরোধী সাংসদেরা। এবার বিক্ষোভের চাপে সুর নরম করল কেন্দ্র।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আজকে আমি বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন, আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।” জানা গিয়েছে, আজই SIR নিয়ে আলোচনার দিনক্ষণ ঠিক করা হবে। আদতে SIR আলোচনার জন্য চাপ বাড়ছিল বিজেপির উপর। অবশেষে সরকার পক্ষ রাজি হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen