আদালতের নির্দেশ সত্ত্বেও কেন আটকে ১০০ দিনের কাজের টাকা? সংসদে সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

December 2, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের (100 days work) প্রকল্পের বকেয়া টাকা নিয়ে ফের উত্তপ্ত হল সংসদ। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র কেন রাজ্যের প্রাপ্য অর্থ দিচ্ছে না, সেই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদরা। লোকসভায় মালা রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ এবং সৌগত রায়ের করা প্রশ্নের লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান (Kamlesh Paswan)।

তৃণমূল সাংসদদের অভিযোগ, আদালতের নির্দেশ স্পষ্ট হওয়ার পরও রাজ্যের সঙ্গে বঞ্চনা চলছে। বকেয়া অর্থের নির্দিষ্ট সময়সীমা জানতে চেয়ে তাঁরা জানতে চান, বাংলার টাকা কোথায় আটকে এবং কবে তা মেটানো হবে।

জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, কলকাতা হাইকোর্ট বাংলায় ১০০ দিনের কাজ ফের শুরু করার নির্দেশ দিয়েছে। এখন সেই নির্দেশ কীভাবে বাস্তবায়ন করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর সাফাই, কেন্দ্রের নির্দেশ মানা হয়নি বলেই অর্থ আটকে রাখা হয়েছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫-এর ২৭ নম্বর ধারা মেনেই এই পদক্ষেপ বলে জানান তিনি।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৮ মার্চের হিসাবে পশ্চিমবঙ্গের বকেয়া প্রায় ৩০৮২.৫২ কোটি টাকা। এই অর্থই বর্তমানে আটকে রয়েছে।

এদিকে, এদিনই নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মনে করিয়ে দেন, দেশের মধ্যে ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গই (West Bengal) এক নম্বরে ছিল। তা সত্ত্বেও রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখে মানুষের শ্রমের মর্যাদা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen