মৃত্যু-গুজবের অবসান, অবশেষে জেলে ইমরান খানের সঙ্গে দেখা করলেন বোন উজমা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৩: অবশেষে জেলে দেখা পেলেন ইমরানের বোনেরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে তাঁর বোনদের দেখা করার অনুমতি নিয়ে কয়েক সপ্তাহের টানাপোড়েনের অবসান হল মঙ্গলবার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে (Adiala jail) এদিন ঢোকার অনুমতি দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের তিন বোনকে। প্রায় দুবছর ধরে এই জেলেই বন্দি রয়েছেন প্রাক্তন ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তবে কারাগারের বাইরে পরিস্থিতি ছিল উত্তপ্ত। সকাল থেকেই আদিয়ালা জেলের সামনে জড়ো হন হাজারো সমর্থক। সিদ্ধান্ত বদলের অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রথমে জেল প্রশাসনের তরফে জানানো হয়, ইমরানের তিন বোনকেই দেখা করতে দেওয়া হবে। পরে আবার জানানো হয়, কেবল উজমা খানকে এবং একজন আইনজীবীকে অনুমতি দেওয়া হবে। শেষ পর্যন্ত প্রকৃতপক্ষে কতজন বোনকে দেখা করতে দেওয়া হয়েছে, তা সন্ধে পর্যন্ত নিশ্চিত হয়নি।
জেলের বাইরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরাও। পরিবার বাইরে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানানো হয়েছে। ইমরান খানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা পাকিস্তানে ফের বাড়ছে বলেই মনে করছে স্থানীয় মহল।