‘ডিটেনশন ক্যাম্প হতে দেব না, আমাদের অফিসারদের ব্রিটিশদের মতো জোর করে নির্দেশ দেবেন না’: কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

December 2, 2025 | 2 min read
Published by: Saikat

 নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: গোটা বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া পুরোদমে চলছে। তবে মূল কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে এসআইআর (SIR) আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানালেন, রাজ্যে কোনও অবস্থাতেই ডিটেনশন ক্যাম্প (Detention camp) চালু করা হবে না।

ডিটেনশন ক্যাম্প নিয়ে সংবিধান, দেশের মানুষ ও গণতন্ত্রের কাছে সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে মমতা (CM Mamata Banerjee) বলেন, “আমি কমিউনাল পলিটিক্স করি না, আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সব ধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করে কাউকে দুর্ভোগে পড়তে দিই না, অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলায় মানুষ বাংলায় ভাল থাকুক। আমরা যেমন অন্য রাজ্যে নাক গলাই না তেমনই কেন্দ্র সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন। কিন্তু এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ শাসকরা করত। ব্রিটিশদের মতো আমাদের অফিসারদের জোর করে নির্দেশ দেবেন না। কোনও নির্দেশ দিতে হলে রাজ্য সরকারকে পাঠান। না হলে আমাদেরই অফিসারদের রক্ষা করতে হবে। আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ।”

কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর বার্তা, “অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকাকে বলব অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্যও অনেক ধন্যবাদ। দয়া করে মনে রাখবেন যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন।” এরপর দেশের ফেডারেল কাঠামোর কথা তুলে ধরে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সবাই আশা করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তাঁদের কাজ শুধু ঝগড়া করা নয়। যাঁরা আমার বিরোধিতা করেন তাঁদেরও ধন্যবাদ। যাঁরা ভালবাসেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস, ততদিন থাকবে বিশ্বাস, ভরসা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen