৭ ডিসেম্বরেই চার হাত এক? স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে মুখ খুললেন তারকা ক্রিকেটারের দাদা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৩: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে নিয়ে নাটকীয়তা যেন কাটছেই না। মাঠের বাইশ গজে বোলারদের শাসন করা স্মৃতি এখন ব্যক্তিগত জীবনের জটিল সমীকরণে আটকে। গুঞ্জন ছড়িয়েছিল, সমস্ত তিক্ততা ভুলে আগামী ৭ ডিসেম্বরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। কিন্তু সেই জল্পনায় এবার জল ঢাললেন স্বয়ং স্মৃতির দাদা।
২৩ নভেম্বরের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর, বলিপাড়া এবং ক্রিকেট মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আগামী ৭ ডিসেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির পৈতৃক বাড়িতেই বসতে চলেছে বিয়ের আসর। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্মৃতির দাদা শ্রবণ মন্ধনা। সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, “কীভাবে এসব জল্পনা ছড়াচ্ছে, আমার কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে স্থগিত রয়েছে।” তাঁর এই বক্তব্যে পরিষ্কার, এখনই বিয়ের সানাই বাজার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, শুরুটা হয়েছিল গত ২৩ নভেম্বর। সেদিনই বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু আচমকাই স্মৃতির বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। তবে গোলমাল বাধে এরপরই। সূত্রের খবর, বিয়ের প্রস্তুতির মাঝেই পলাশ মুচ্ছলের কিছু ‘কীর্তি’ ফাঁস হয়ে যায়, যা দুই পরিবারের মধ্যে তিক্ততা সৃষ্টি করে। বিশেষ করে, বিয়ের জন্য নিযুক্ত এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে জোর চর্চা শুরু হয়। এই ঘটনা স্মৃতির কানে পৌঁছতেই সম্পর্কে বড়সড় ফাটল ধরে।
বিয়ের পিঁড়িতে বসার আগেই সোশ্যাল মিডিয়ায় দুই পরিবারের দূরত্ব স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই স্মৃতির দাদা শ্রবণ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পলাশকে ‘আনফলো’ করে দিয়েছেন। পিছিয়ে নেই স্মৃতিও, তিনি নিজের প্রোফাইল থেকে বিয়ের যাবতীয় পোস্ট মুছে ফেলেছেন।
সব মিলিয়ে, তারকার প্রেম ও পরিণয় নিয়ে এখন ধোঁয়াশা তুঙ্গে। পলাশের সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়বেন, নাকি এই তিক্ততাই সম্পর্কের ইতি টানবে, সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা।