যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-কৃষ্ণনগর AC লোকাল এবার রবিবারও, দেখুন সময়সূচি

December 2, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৩: শিয়ালদহ-কল্যাণী রুটে (Sealdah-Kalyani) চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন (AC local train)। পূর্ব রেল জানিয়েছে, ৪ ডিসেম্বর থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে নিয়মিত এসি লোকাল চলবে। পাশাপাশি শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল, যা এতদিন সপ্তাহের ছ’দিন চলত, সেটি ৭ ডিসেম্বর থেকে রবিবারও চলবে। রেলের দাবি, নতুন পরিষেবা শুরু হলে ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী সহ প্রতিদিন অসংখ্য যাত্রী উপকৃত হবেন। বিশেষত কল্যাণী বিশ্ববিদ্যালয়, এআইআইএমএস এবং কল্যাণী সংলগ্ন শিল্প ও প্রশাসনিক এলাকায় যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে।

নতুন শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে রওনা দেবে বিকেল ৩টা ৩৫ মিনিটে এবং কল্যাণীতে পৌঁছবে ৪টা ৫২ মিনিটে। ফেরার পথে কল্যাণী থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে এবং শিয়ালদহে (Sealdah) ফিরবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

রবিবারের পরিষেবাও বাড়ানো হচ্ছে। ৭ ডিসেম্বর থেকে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল রবিবারও চলবে। ট্রেন নম্বর ৩১৮৪৭/৩১৮৪৮ শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং কৃষ্ণনগরে পৌঁছবে দুপুর ২টা ১১ মিনিটে। ফের কৃষ্ণনগর থেকে ছাড়বে বিকেল ৪টা ৫ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। এই রুটে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদা ও রানাঘাটে ট্রেনটি থামবে।

নতুন এসি লোকালের সঙ্গে সঙ্গে বিবাদী বাগ থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত যাবে। এতে যাত্রীরা আরও বেশি পরিষেবা পাবেন। সব মিলিয়ে সপ্তাহের সাত দিনই কল্যাণীর দিকে তিনটি এসি লোকাল (AC Local) চলবে বলে জানিয়েছে রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen