যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-কৃষ্ণনগর AC লোকাল এবার রবিবারও, দেখুন সময়সূচি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৩: শিয়ালদহ-কল্যাণী রুটে (Sealdah-Kalyani) চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন (AC local train)। পূর্ব রেল জানিয়েছে, ৪ ডিসেম্বর থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে নিয়মিত এসি লোকাল চলবে। পাশাপাশি শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল, যা এতদিন সপ্তাহের ছ’দিন চলত, সেটি ৭ ডিসেম্বর থেকে রবিবারও চলবে। রেলের দাবি, নতুন পরিষেবা শুরু হলে ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী সহ প্রতিদিন অসংখ্য যাত্রী উপকৃত হবেন। বিশেষত কল্যাণী বিশ্ববিদ্যালয়, এআইআইএমএস এবং কল্যাণী সংলগ্ন শিল্প ও প্রশাসনিক এলাকায় যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে।
নতুন শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে রওনা দেবে বিকেল ৩টা ৩৫ মিনিটে এবং কল্যাণীতে পৌঁছবে ৪টা ৫২ মিনিটে। ফেরার পথে কল্যাণী থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে এবং শিয়ালদহে (Sealdah) ফিরবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
রবিবারের পরিষেবাও বাড়ানো হচ্ছে। ৭ ডিসেম্বর থেকে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল রবিবারও চলবে। ট্রেন নম্বর ৩১৮৪৭/৩১৮৪৮ শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং কৃষ্ণনগরে পৌঁছবে দুপুর ২টা ১১ মিনিটে। ফের কৃষ্ণনগর থেকে ছাড়বে বিকেল ৪টা ৫ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। এই রুটে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদা ও রানাঘাটে ট্রেনটি থামবে।
নতুন এসি লোকালের সঙ্গে সঙ্গে বিবাদী বাগ থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত যাবে। এতে যাত্রীরা আরও বেশি পরিষেবা পাবেন। সব মিলিয়ে সপ্তাহের সাত দিনই কল্যাণীর দিকে তিনটি এসি লোকাল (AC Local) চলবে বলে জানিয়েছে রেল।