রায়পুরে আজ সিরিজ জয়ের মিশনে বিরাটরা, প্রতিশোধের লড়াইয়ে প্রোটিয়ারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াই আজ, বুধবার, ৩ ডিসেম্বর ছত্তীসগড়ের শাহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রাঁচির রোমাঞ্চকর জয় নিয়ে ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। আজ জয় পেলেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারবে ‘মেন ইন ব্লু।’
রাঁচিতে জয়ের নেপথ্যে ছিলেন বিরাট কোহলি। তাঁর ৫২তম ওডিআই শতরান, সঙ্গে রোহিত শর্মা ও কেএল রাহুলের অর্ধশতরানের পার্টনারশিপে ভারত তোলে ৩৪৯ রান। টস হেরেয়েও দুরন্ত শুরু করে ভারত। রোহিতের ব্যাটে ওডিআই-তে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড। ইনিংসের শেষলগ্নে রাহুলের ঝড়ো ব্যাটিং ভারতের রান আরও বাড়িয়ে দেয়।
তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে দারুণ লড়াই দেয় দক্ষিণ আফ্রিকা। হর্শিত রানা আর অর্শদীপ সিংয়ের আগুন ঝরানো বোলিংয়ে প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর মার্কো ইয়ানসেনের মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি ম্যাচে ফেরায় দলকে। পরে ম্যাথিউ ব্রিটজকে এবং করবিন বশও ভরসা জাগান। তবে কুলদীপ যাদবের বোলিং ঘূর্ণিতে চাপে পড়ে প্রোটিয়ারা। সেই ম্যাচে ৪ উইকেট নিজের ঝুলিতে তোলে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান, কিন্তু বশ আউট হওয়ার পরই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার আশা। ৩৩২ রানে অলআউট হয়ে ম্যাচ হারে তারা।
এদিকে রায়পুরের পিচ বরাবরই ধীরগতির হিসেবে পরিচিত। মিডিয়াম পেসার ও স্লোয়ার বোলারদের জন্য সহায়ক হলেও সাম্প্রতিক সিরিজে ব্যাটিং-বান্ধব পিচের ধারা দেখে আজও বড় রান ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন দেখার, ভারত সিরিজ জিতে নেবে নাকি দক্ষিণ আফ্রিকা রায়পুরে পাল্টা আঘাত হানবে। আজকের ম্যাচে টানটান উত্তেজনা নিশ্চিত।