‘আমায় মেরে ফেলতে পারে’, বোনকে আর কী জানিয়েছেন জেলবন্দি ইমরান খান?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ইমরান খান (Imran Khan News) এখনও বেঁচে আছেন। তবে চরম মানসিক অত্যাচারের শিকার তিনি। মঙ্গলবার রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে দাদার সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন ইমরানের বোন উজমা খানম। মাত্র কুড়ি মিনিটের সাক্ষাতের পর ক্ষোভ উগরে দেন উজমা। দাদা ইমরান তাঁকে জানিয়েছেন, ‘‘মুনির মানসিকভাবে অস্থির…আমাকেই মেরে ফেলতে পারে।’’
উজমা বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি ঠিক আছেন। তবে মানসিক নির্যাতন চলছে। সারাদিন তাঁকে খাঁচার মতো জেলে আটকে রাখা হচ্ছে। সামান্য সময়ের জন্যও বাইরে বেরোতে দেওয়া হয়। কারও সঙ্গে ঠিক মতো যোগাযোগ করতে পারছেন না।” উজমার অভিযোগ, ইমরানের এই অবস্থার জন্য একমাত্র দায়ী সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরই। উল্লেখ্য, মঙ্গলবারের সাক্ষাতের আগে টানা ২৫ দিন ধরে পরিবারের কেউ বা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কোনও সদস্য ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। তাতেই ছড়ায় গুজব। রটে যায় ইমরান খান মারা গিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরে পরিবারের কাউকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শুরু হয় নানা গুজব। খবর ছড়িয়ে পড়ে ইমরানের মৃত্যু হয়েছে। ইমরান-সমর্থকেরা বিক্ষোভে নামেন। বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ইমরানের তিন বোন— নুরিন নিয়াজি, আলিমা খান ও উজমার অভিযোগ, দাদাকে দেখতে চাওয়ায় তাঁদের মারধর করা হয়েছে। ইমরানের দুই ছেলে প্রকাশ্যে বলেন, বাবার স্বাস্থ্য নিয়ে লোকানো হচ্ছে। জেল কর্তৃপক্ষ ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও দীর্ঘদিন দেখা করতে দেয়নি। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি।