কলকাতা বিভাগে ফিরে যান

সোনায় সাজছে শ্রীভূমির দুর্গা

October 15, 2020 | 2 min read

 প্রতিবারের মত এবারও চমক শ্রীভূমিতে। ২৫ কিলো সোনার গয়না পরানো হচ্ছে শ্রীভূমির দুর্গা প্রতিমাকে। 

শ্রীভূমিতে এবার প্রতিমাকে পরানো হচ্ছে সোনার মুকুট, সোনার হার। গয়না তৈরি করেছে সেনকো গোল্ড। শুধু দুর্গা প্রতিমা নয়, অন্য প্রতিমাদের অঙ্গেও থাকছে সোনার সাজ।

এবছর ৪৮ বছরে পড়ছে শ্রীভূমির পুজো। এবারের থিম কেদারনাথ। মন্ত্রী সুজিত বসু জানান, এবার মায়ের গয়না কেদারনাথের আদলেই করা হয়েছে।

মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে খ্যাত এই পুজো এবার করোনার কথা মাথায় রেখে ভার্চুয়াল দর্শনের পথেই হাঁটছে। ঘরে বসেই প্রতিমা দর্শন করতে পারবেন সকলে। 

এছাড়াও পুজো মণ্ডপের আশেপাশে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। যাতে এক জায়গায় অযথা ভিড় না হয়। 

আগামিকালই মুখ্যমন্ত্রী শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন। তার আগে আজ সন্ধ্যায় শ্রীভূমির মাতৃ প্রতিমার অঙ্গে সোনার গয়না পরানো হল।   

এদিন মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতেই প্রতিমাকে সোনার গয়না পরানো হয়।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Golden Jewellery, #Shreebhumi Durga

আরো দেখুন