প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল! প্রাক্তন বিচারপতি অভিজিতের রায় খারিজ কলকাতা উচ্চ আদালতে

December 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: প্রাক্তন বিচারপতি তথা অধুনা BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার আদালতের রায়ে জানানো হল, ৩২ হাজার চাকরিপ্রার্থীর কাজ থাকছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্র রায় ঘোষণা করেন। হাই কোর্ট জানিয়েছে, এতগুলি পরিবারের দিকে তাকিয়ে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হল।

বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘‘এত দিন চাকরি করেছেন ৩২ হাজার শিক্ষক। তাঁদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না।’’

প্রাথমিক শিক্ষকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ (সিঙ্গল বেঞ্চ) খারিজ করে দিল আদালত। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকল।

১২ নভেম্বর শুনানি পর্ব শেষ হয়েছিল। প্রায় তিন সপ্তাহ পর রায় প্রকাশ্যে আসতে স্বস্তিতে প্রাথমিক শিক্ষকরা।

 

আদালতের পর্যবেক্ষণ, ৯ বছর পর একসঙ্গে এতজনের চাকরি কেড়ে নেওয়া হলে বিরূপ প্রভাব পড়বে, শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন প্রায় ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ ছিল, চাকরি বাতিল হলেও শিক্ষকরা স্কুলে যাবেন। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। বলা হয়, কেবল যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ চাকরি বাতিলের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। তাঁরা নির্দেশ দেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রাজ্য ও পর্ষদ; দু’পক্ষ সুপ্রিম কোর্টে যায় দুই রায়কে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। আজ শেষ মামলায় চূড়ান্ত মত জানাল ডিভিশন বেঞ্চ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষক আপাতত স্বস্তিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen