রায়পুরে ‘কিং’ শো! ODI-তে ৫৩-তম সেঞ্চুরি বিরাটের
December 3, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: দেশের মাটিতে টানা জোড়া সেঞ্চুরি বিরাট কোহলির। রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫২-তম সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার রায়পুরেও সেঞ্চুরি করলেন কিং কোহলি। ৫৩-তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ নম্বর সেঞ্চুরি করে ফেললেন কোহলি। সমানে কেবল সেঞ্চুরির সেঞ্চুরি করা সচিন তেন্ডুলকর। টানা দু’টি এক দিনের ম্যাচে শতরান করলেন কোহলি। তিনি শতরান পূর্ণ করলেন ৯০ বলে। সচিনের থেকে এখন ১৬ ধাপ পিছনে বিরাট।