ভারত টুকরো টুকরো হলে তবেই শান্তি, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার মন্তব্যে বিতর্ক

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০: বিতর্কে বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি (Abdullahil Aman Azmi)। তিনি দাবি করেছেন, “যত দিন না ভারত ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না।” প্রকাশ্যে ভারতবিরোধী এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকা প্রেস ক্লাবে (Dhaka Press Club) আয়োজিত এক সভায় অংশ নিয়ে আবদুল্লাহিল বলেন, নয়াদিল্লি বরাবরই বাংলাদেশের (Bangladesh) ভিতরে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। তাঁর অভিযোগ, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অশান্তির জন্যও দায়ী ভারত। তিনি দাবি করেন, শেখ মুজিবর রহমান (Sheikh Mujibur Rahman) সরকারের সময় গঠিত জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তি বাহিনী’কে ভারত (India) আশ্রয় দিয়েছিল, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল। এর ফলে দীর্ঘ দুই দশক পাহাড়ি এলাকায় রক্তপাত চলেছিল। আজমির মতে, শান্তি বাহিনীর সঙ্গে হওয়া শান্তি চুক্তিও ছিল ভাঁওতা।

আবদুল্লাহিল আমান আজমি জামাত-ই-ইসলামির (Jamaat-e-Islami) প্রাক্তন প্রধান গুলাম আজমের ছেলে। গুলাম আজম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু এবং স্বাধীনতার পক্ষের বাঙালিদের গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধী। বাবার মতোই আবদুল্লাহিল বাংলাদেশে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত। সমাজমাধ্যমে তিনি নিয়মিত ভারতবিরোধী প্রচার চালান।

সাম্প্রতিক মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমে আসছিল। ফলে তাঁর বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen